দীর্ঘ পথচলায় সকল শুভানুধ্যায়ীকে অভিবাদন জানাতে ফ্যাশন হাউস বিশ্বরঙ ১ জানুয়ারি বিকেল সাড়ে চারটায় তাদের যমুনা ফিউচার পার্কের শোরুমে (জি সি-০১৪, নিচতলা, জোন-সি) ২৬ বছর পূর্তি উদ্যাপনের জন্য এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছিল। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, নায়ক ফেরদৌস, পরিচালক চয়নিকা চৌধুরী, যমুনা গ্রুপের ডিরেক্টর মো. আলমগীর হোসেন, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, অভিনেত্রী নাদিয়া, গায়িকা দিথী চৌধুরী, অভিনেতা শিপন মিত্র, সুপার মডেল হিরা, মডেল সানজুসহ বিভিন্ন শ্রেণি পেশার শুভানুধ্যায়ীরা।বিকেল সাড়ে চারটায় ২৬ বছরের লোগো অঙ্কিত কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিকেল ৫ টায় মোড়ক উন্মোচন হয় বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহার মিউজিক ভিডিও ‘একটু একটু করে’। এরপর বাংলাদেশের স্বনামধন্য র্যাম্প মডেলরা পরিবেশন করেন জমকালো ফ্যাশন শো। বিকেল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ হাসি আনন্দে মাতিয়ে রাখেন উপস্থিত তারকারা তাদের প্রিয় বিশ্বরঙ প্রাঙ্গণকে।এই আয়োজন উপলক্ষে বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা সকল শুভানুধ্যায়ীর কাছে কৃতজ্ঞ প্রকাশ করেন। আয়োজনে পাশে থাকার জন্য জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষকে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বরঙ এর ২৬ বছর উদ্যাপনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সকলের এ সরব উপস্থিতি আগামী সময়ে আরও সৃজনশীল কাজের ধারাবাহিকতা বজায় রাখার অনুপ্রেরণায় উজ্জীবিত করবে বিশ্বরঙ পরিবারকে।
0 Comments